প্রত্যাখ্যান ২০১৬


আমাকে  তোমার ভুলে যাওয়াই শ্রেয়,
মুছে ফেলাই শ্রেয় আমাকে তোমার বিষধর স্বপ্ন থেকে চিরতরে।
"তোমাকে ভোলার প্রশ্নই নেই এখানে-
যখন কিছুই নেই মনে রাখার মত আমার নিউরোনে";
তুমি তাই চলে যাও তোমার পথে,
চিরদিনের মত-
দৌড়ে নয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে।


কখনো চেয়ো না এই হাত ধরতে
কিংবা গেয়ো না সেইসব গান ভুল করে।
যারা মাথায় আঘাত করে,
বমি ধরায় তলপেট থেকে।
আর যদি মুখে রঙ মেখে সুখ পেতে চাও তারপরো,
বিকিয়ে দিও নিজেকে  ফুটপাতের কোন সস্তা দোকানে।


আমার রাস্তায় আমি বরং একাই হাঁটব,
হোক তা আরো একশ বছর যেভাবে খুশি ইচ্ছা ।
তোমার বিকৃত ছায়া থেকে লক্ষ ক্রোশ দূরে,
ঘুমাব সুমিত্রার আঁচল জড়িয়ে- আমার মোমার্ত চন্দ্রলিপ্সা।


কখনো  ফেলো না পা ভুল করে এই পথে,
এ জন্মে, পরজন্মে কিংবা পর-পর-পর কোন দূর  জন্মে।
আর যদি ইচ্ছে হয়,
ঝুলে থেকো বাসি মড়া হয়ে  পুরনো সিলিং এ,
কিংবা ডুবে ভেসে থেকো দুর্গন্ধ জলায় পচা লাশ হয়ে।
ঐ লাশ খুবলে খাক শেয়াল, ছিড়ুক শকুনির দল,
কিচ্ছু,  কিচ্ছু আসে যায় না তাতে;
বেঁচে থেকো এই প্রত্যাখ্যান নিশ্চিত-নিশ্চিত  জেনে নিয়ে।