একদিন ঠিক ধরব ঐ হাত,
বসিয়ে দেব ধারালো নখ ঐ নরম কব্জিতে।
মদিগ্লানির প্রেমিকার মত ভাসা ভাসা চোখ-
যদি করে ইশারা,
ছেড়ে দেব সিগারেট;
তবু ছাড়বো না ঐ হাত।
ঠিক চিনিয়ে ছাড়ব কাঞ্চনজঙ্ঘা -
ব্রক্ষ্মপুত্রে বেশে চিনে নিব ঠিক ঐ মানস সরোবর।


সাক্ষী ঐ ভেজা জ্যোৎস্না;
একদিন ঠিক চুমু খাব অগোছালো ঐ চুল আঁকড়ে ধরে।
বসিয়ে দেব ধারাল নখ তোমার উন্মুক্ত পিঠে।
কেঁটে যাক ঐ ঠোঁট, ঐ মসৃণ পিঠ,
চিবুক বেয়ে নামুক রক্ত ফোঁটায় ফোঁটায়।
প্রচণ্ড ঝড়ে উপরে যাক দগদগে অতীত।
তবু ছাড়ব না ঐ ঠোঁট,
ছাড়ব না  ঐ হাত কোন মিথ্যে সংকোচে।
সভ্যতার মুখোশ!
আজ নাহয় পড়ে থাক!


তারপর যদি নামে বেরসিক বৃষ্টি
কিংবা বিধ্বস্ত হয় মহাপৃথিবী,
ভেঙে পড়ে ছায়াপথ।
তবু তুমি-আমি রইব নির্বাক।
আমার হাতের মুঠোয় তোমার হাত-
আর কিছু কি আছে চাইবার?
মহাকাল, তোমার কাছে শেষ প্রার্থনাদ-
এই মুহুর্ত বেঁচে থাক।
এই মুহুর্ত বেঁচে থাক।