এখন আর রাত জেগে
কবিতা লেখা হয় না,
চিন্তার বিভোরতায়  
এখন শুধুই শূন্যতা,
বাতাসে এখন আর
বৃষ্টির গন্ধ খুজিনা,
মুগ্ধতা হারিয়েছে
পুর্নিমায় মোহনিয়া চাঁদ,
মিটিমিটি তারাগুলো
হয়ে গেছে বসন্ত ফোটা,
মেঘেদের চিত্রপটে  
আঁকা হয়না কোনো ছবি,
ফুল গুলো আর ছড়ায়না
পরশে মিষ্টি সুবাস।
এখন দিনমান শুধু
হিসেবের খাতায় আঁকা জোকা,
কলমের স্পর্শে লেখাগুলো
হয়ে উঠে সুতো কৃমি,
আশেপাশে চেনা মুখগুলো
যেনো অচেনা বিস্ময়,
কোথাও যেনো কেউ নেই,
নিয়ে নির্জলা ভালোবাসা,
দরজার কপাটে কেউ আর
দাড়ায়না নিয়ে অপেক্ষা,
কেটেছে সব সুর আজ
বিলি কাটা ঘুম পারানিয়া ছন্দের,
বদলে যাওয়া সময়ের সাক্ষী
এ আমার আহত অনুভুতি।