আমার মাঝেই আমি যে আজ
বড়ই অচেনা
সপ্নগুলো নিরুত্তাপ এক
বাক্যরচনা,
সুখ যেনো ওই মেঘের ফাঁকে
উকি দেয়া রোদ
অংক কষে হিসেব মতো
করছি পরিশোধ
জীবন এখন যাপিত নয় আর
জীবন ধারণ করি
কাঁদতে মানা কষ্ট বুকে
হেসেই লুটে পড়ি
আলোর মাঝে খুজি আঁধার
আমবস্যায় চাঁদ
মিষ্টি কথার আড়ালে আজ
অন্তজালের ফাঁদ
সুখের মাঝে দুঃখ খুজি
দুঃখের মাঝে সুখ
কাকচক্ষু জলের মাঝে
শিশুর হাসিমুখ
মুষড়ে থাকি আসবে কবে
মহাকালের ডাক
অসমাপ্ত সব কথাগুলো
নাই বা বলি থাক।


২৪/৫/২০১২