এখানে মেঘেরা করে খেলা আনমনে, নির্ভয়ে-
ছুয়ে ছুয়ে যায় প্রতিক্ষণ, অনিমেষ আবেশে,
পাথুড়ে ছড়ায় ঝিরি ঝিরি ছন্দ,কুয়াশার চাদর-
বার বার ঢেকে দেয় দৃষ্টিসীমা, যেনো লুকোচুরি খেলা,
প্রকৃতি এখানে বড় বেশি সাজানো গুছানো-
ছুতে মানা,শুধু চেয়ে থাকা নির্বাক বিস্ময়ে,
বনের নিস্তব্ধতায় আমরা এক অনাহুত-
পাখিরাও কলতানে সংযত,পরিমিত ডানা ঝাপ্টায়,
এ যেনো সৃষ্টির অবর্ণনীয় রুচিবোধের নমুনা-
পাহাড় আর দিগন্তের মেলামেশা অহরহ এখানে,
নিজেকে অজান্তে করে তুলে তুচ্ছ অপাংতেয়-
মাঝে মাঝে হঠাত ঝলকে ওঠা রোদের নাচন,
দূরে হাতছানি দেয় কাঞ্চনজঙ্ঘার চুড়ো-
কাছে ডাকেনা কেবলই উকি দিয়ে যায়,
থেকে থেকে বলে যায়, বাতাসে শিস তুলে-
মানব- একদিন তোমরাও ছিলে আমাদের সাথে ।