ভেবোনা ভুলে গেছি সব অপমান
শত লাঞ্ছনা গঞ্জনা পাহাড় সমান
হয়তো কিছু দোষ ছিলো ছিলো কিছু ভুল
সামান্যতেই হয়েছি আমি তোমার চক্ষুশুল
আমি বা কি কম করেছি গড়তে সুখের ঘর
অগোছালো করে দিতে বয়েছো প্লাবন ঝড়
অহংকারের তাপদাহে পুড়িয়েছ আমায়
ভুলে গেছো আমার ছায়ায় গড়েছি তোমায়
সুদ আসলে ফিরিয়ে দিতে পারি তোমার ভুল
সব ভুলে যাই যখন দেখি  দুটি প্রানের ফুল।