মেঘেরা যখন মনের ভেতর ঝরে বরষা হয়ে-
ভাবি আমি যাক চলে সব কষ্টগুলো ধুয়ে।
জলের ছোয়ায় কষ্টরা সব প্রানের স্পন্দনে-
জড়িয়ে ধরে স্মৃতির দেয়াল নিবিড় আলিঙ্গনে
দু:খলতা পুষ্ট হয়ে  বিষাদ ছড়ায়  মনে-
স্বপ্নরা সব  বিদায় নিলো নোনা চোখের জলে-
আনন্দরা আমায় দেখে আড়ালে লুকায়
নির্ঘুম রাত,এপাশ ওপাশ করেই কেটে যায়
কষ্ট এখন সংগী আমার, দু:খ বসত বাড়ী
কেমন করে আমার সাথে সুখের হোলো আড়ি...!?