আমি যেনো এক ঝড়ে নাকাল-ভাঙা  ডালের ভীরু পাতা,
ঝরে পরার অপেক্ষাতে -হাওয়ায় দুলি হেথা সেথা,
আমি যেনো এক হেসেল উঠোন- ছড়িয়ে থাকা খড় কুটো,
ভাঙা ঘরের জং ধরা টিন-হেলে পরা বেড়ার ফুটো,
আমি যেনো কোনো চৈত্র দুপুরে-তপ্ত রোদের কড়া আচ,
টিকে থাকার যুদ্ধেরত -দিশেহারা এক চারাগাছ
আমি যেনো কোনো  ছন্নছাড়া- নুয়ে পরা এক  বুনোঝাড়,
আঁকড়ে  ধরে বেচে আছি- জীবন আমার পরগাছার।