কেউ কি জানে মানুষের মন কেনো এতো বদলায়
কিসের মোহে সে আপন ভুবনে দ্রুত রং পালটায়
রুপে রসে ভরা এই জগতে কিছুই স্থায়ী নয়
অহম বিলাসের মেকি আয়োজন কতদুর আর সয়।
সুখ সুখ বলে কত মহাজন আমোদে করে যে ভোগ
আত্মায় যার বেধেছে ব্যাধি কিভাবে সারবে রোগ
সময়ের কাটা ঘুরছে নিরবে,নিভৃতে কাটছে কাল
ক্ষনিকের জন্য এসেছো ধরায় বুনেছো বেড়াজাল
আসবে যখন মহাকালের ডাক, সবই যে ছাড়তে হবে
আজই ছাড়ো তবে সব পাপাচার ক্ষমাভিক্ষা চাও রবে।