বরষা মুখর রাত,
স্ট্রিট লাইটের আবছা আলোয়
রাস্তায় জমে থাকা পানিতে
ফোটায় ফোটায়  ছন্দ,
থেমে থেমে মেঘেদের ডাক
,হঠাত দু একটা গাড়ীর ছুটে চলা,
হেড লাইটের আলোয় জলের নাচন,
নিরুপায় কাকভেজা একলা পথচারী,
কখনো শামুক গতির রিকশার টুংটাং  বেলের আওয়াজ
যেনো জানায় এখনো জীবন থামেনি,থামবেনা।
এরই মাঝে শহরের কোনো এক অট্টালিকার
অন্ধকার নির্জন ঝুল বারান্দায় কানে ইয়ারপিস,
কুহরে আরজিতের একা একেলায় মগ্ন হয়ে,
এক থমকে যাওয়া মন, চিন্তার শুন্যতায়,
ভাবে জীবন যাপন মানে কি শুধুই বেচে থাকা !?