কখনো এমনো হয়-
চোখের পাতায় নিদ্রা যেন শত্রু হয়ে যায়।
কখনো এমনো হয়-
কাছে থাকা কিছু খুব প্রিয় মুখ চকিতে দুরের মনে হয়।
কখনো এমনো হয়-
পুরোনো কোনো লালিত স্বপ্ন চিরতরে মুছে যায়।
কখনো এমনো হয়-
মনের চাওয়া পাওয়া গুলোসব অর্থহীন হয়ে রয়।


কেনো যে এমন হয়-
শ্রাবন ধারার রাত্রীগুলো নিরুত্তাপে কাটে।
কেনো যে এমন হয়-
ভিষন প্রিয় ফুল গুলো আজ অন্তরালে ফোটে।
কেনো যে এমন হয়-
জোছনায় ভাসা পূর্নিমা রাত অগোচরেই  ঘটে।
কেনো যে এমন হয়-
ভালোবাসা বিলিয়ে দিয়ে প্রতারণা জোটে।