মাঝে মাঝে মনে হয় এতো সততার,
কোনো প্রয়োজন ছিলো না।
ছিলোনা প্রয়োজন এতো নিতিবোধ,
আদর্শিক মুল্যবোধের করচা।
কোথাও কোনো একজন,
থাকা খুব জরুরী ছিলো স্বার্থপরের মত,
একঘেয়েমির বেড়াজাল কেটে,
যে দিতো আশ্রয় স্বার্থহীন হয়ে।
যার কাধে মাথা রেখে হু হু করে,
কেঁদে  নেয়া যেতো কিছুক্ষণ,
কোমরে হাত পেচিয়ে কোলে মুখ গুজে,
দেয়া যেতো নির্লজ্জ গভীর ঘুম।
উদ্বেগহীন আদরে ক্লান্ত পরিশ্রান্ত করে,
চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিতে,
জীবনের কোথাও না কোথাও,
একজন অসতীর খুব প্রয়োজন হয়।