তোমার কোনো ভাবনায়
এখন আমি আর নেই
এ হবে এক অসার অপরিনত
নির্জলা মিথ্যে,
এখনো ডাইরীর ভাজে,সযত্নে রাখা
সেই ময়ুর পেখম,
নীল কালিতে লেখা চিঠির পাতারা
আজো অমলিন,
সবুজ রঙ আজো উৎসবে
প্রথম পছন্দ তোমার,
তোমায় নিয়ে আমার লেখা
অপ্রকাশিত পংতিমালা,
তোমার সুচি শৈলীতে শোভা পায়
রঙিন কারুকাজে,
আমাকে না দেখার কষ্ট ধারন করেছো
গোপন চিত্রপটে,
তবে কি শুধুই সময়ের প্রয়োজনে
এই নুতন জীবন রচনা...
তোমার কোনো ভাবনায়
এখন আমি আর নেই,
এই অদ্ভুত প্রহসন
নিয়তি হয়ে রবে আজীবন।