আমি গাঢ় নিশিথে
আকাশের কান্না দেখেছি
সেই অশ্রুধারায়  
দৃষ্টিসীমা ধুসর হয়ে যায়,
এ বারিধারা বেদনার না ক্ষোভের
উপায় নেই জানার,
শুধুই অবিশ্রান্ত নেমে আসা
ফোটায় ফোটায় সমুদ্র,
প্লাবিত জনপদ,
জড়সড় গৃহহীন বস্তিবাসি, আর-
সন্ত্রস্ত পাখ-পাখালির
ভীত ডানা ঝাপ্টানোর শব্দ,
ক্রমেই ক্ষীণতর হয়
অঝোরে নামা বৃষ্টির হাহাকার,
ভেজা পথ, গাছ, অট্টালিকা,
শান্ত নিস্তব্ধ প্রকৃতি,
যেনো ধুয়ে মুছে লুকোনো
সব কষ্টকে আড়াল করে,
আবার জেগে ওঠার চেষ্টা,
অথবা কে জানে-
আরেকটি  অঝোর  কান্নার
নিরব প্রস্তুতি হয়তো।