সেদিন আকাশে হেসেছিলো চাঁদ,
মেঘেরাও ছিলো খুশি
রাতের আধার  হয়েছিলো মুক,
তারা ছিলো রাশি রাশি
কোথাও কি কেও মুছেছিলো চোখ
উর্ধ পানে চেয়ে
প্রকৃতির রুপ করেছিলো পান,
নিদারুণ মুগ্ধ হয়ে,
ইট-পাথরের খাঁচার ভেতর
আজ সব প্রহর বাধা
শহুরে জীবন ভুলে যে গেছে
জোছনায় সুর সাধা
ছুটছি সবাই দুর্বিনীত,
থামার সময় কই
অসুস্থ সব বিনোদনে
আকণ্ঠ ডুবে রই
চাঁদ,জোছনা,কাব্য কথা,
শোনার সময় নাই
অসুখি মন সুখের তরে খোজে,
পংকিলতায় ঠাই।