এতোদিন পর, এতোদুর এসে,
কখনো অবুঝ মন,
ফিরে যেতে চায়, হাত রে স্মৃতি,
ভিজে চোখ অকারন।
শৈশব কেটেছে, অবাক বিস্ময়ে,
কৈশোর গেছে ভেসে,
তারুন্যে এসে, খুজে ফিরেছি দিশা,
তিক্ত কায়ক্লেশে।
কাটাবৃত পথ, দিয়েছি পাড়ি,
পাশে ছিলোনা কেউ,
বেয়েছি নৌকো, ঝঞ্জা সমুদ্রে,
পাহাড় সম ঢেউ।
বেচে আছি সেতো স্রষ্টার দয়া,
পুরোটাই তার দান,
নিয়তির খেলায়, মেতে আছি আজো,
ছুড়ে ফেলে অভিমান।
করেছি পদে পদে, কত শত ভুল,
চেনা ছিলোনা পথ,
অজস্র হোচোটে, ঠেকে শিখেছি,
সমাজের যত মত।
হিসেবের খাতা, মেলাতে বসে আজ,
ভুল গুলো চেয়ে রয়,
যোগ বিয়োগের, সমষ্টিতে দেখি
নিদারুন অপচয়।