ফযরের আযান শুনে অলসতা ছাড়ো
নামাজ আদায় করে কিছু তেলোয়াত কর।
যোহরের নামাজ যেনো জামাতেই হয়,
গড়িমসি করে না হয়, সময়ের অপচয়।
আসরে ঝেড়ে ফেলে, শত ব্যাস্ততা,
দাঁড়াও নামাজে তুমি, নিয়ে পুন্যতা।
মাগরীবে ওয়াক্ত ছোট, প্রস্তুতি নাও,
না করে হেলা দ্রুত মসজিদে যাও।
এশার সময় যেনো, জামাত না ছুটে,
পরম করুনাময়ের তরে, পর তুমি লুটে।
আধুনিক জীবন গড়, আপত্তি নাই,
নবীজীর শিক্ষা মেনে, পথ চলা চাই।
কোরআনের আদেশে এসো জীবন সাজাই,
মৃত্যুতেই  মুক্তি হবে, কোনো ভয় নাই।