বুঝে গেছি কাটবে আজো-
নিদ্রাহীন রাত,
চোখের পাতা ভিজিয়ে দিয়ে,
দুঃখের বাজিমাত।
হারিয়ে গিয়ে নিচ্ছে সে আজ-
কেমন প্রতিশোধ,
ভুলতে চেয়েও যায়না ভোলা,
হয়না প্রতিরোধ।
ভুল যা ছিলো,শুধুই আমার-
আমিই ছিলাম দোষী,
ভালোবেসে নিয়েছিলে,
কষ্ট অবিনাশী।
জানতে আমি চাইনি কভু-
তোমার মনের কথা,
বুঝতে পেরে অবহেলা,
লুকিয়েছিলে ব্যাথা।
বিষন্নতার চোরাবালি-
পায় না এ মন ঠায়,
অপরাধী হয়ে আছি,
ক্ষমার প্রতীক্ষায়।