বুকের ঠিক এই মধ্যিখানে,
দুই পাজরের ছোট্ট খাজে-  
আছে যে এক চোরা কুঠর,  
সুখ দুখেরা যেথায় সাজে।    


আছে যে এক ছোট্ট নদি,
চলছে বয়ে নিরবধি-
স্রোতের মাঝে ভেসে বেড়ায়,
কান্না হাসি নিরব ব্যাধি।


হৃদয় নামের জাদুঘরে,
ছড়িয়ে থাকা জালের ফাকে-
আমরা শুধু খুজে বেড়াই,  
সুখপাখিটা কোথায় থাকে।    


মন নামে এক অতল খাদে,  
ডুবছি সবাই সেধে সেধে-  
দুঃখ ছাড়া সুখের কি দাম,
মিছেই খুজে পরছি ফাদে।