এখন আর শুধু ভালোবাসায়,তোমার মন ভরে না,
এর বাইরেও এখন অনেক কিছু চাই তোমার।
কিন্তু একদিন ছিলো যখন, ভালবাসার কথা ছাড়া,
আর কিছুতেই সন্তুষ্ট ছিলে না তুমি।
প্রতি রাতে একটি কবিতা ছাড়া ঘুম হতোনা।
একটি আনকোরা নুতন সদ্য ভুমিষ্ঠ কবিতা ছিল,
প্রতিরাতের আবদার।
এখন ছন্দের কথামালা তোমায় বিরক্ত করে।
জোছনায় প্লাবিত পূর্ণিমা রাতের চেয়ে ,
শীততাপ নিয়ন্ত্রিত  কক্ষ আর,
অতিথি আপ্যায়নে আনন্দ খুজে ফিরো এখন।
খুব যে প্রিয় ছিলো বরষার বৃষ্টি,  
শেষ কবে ভিজেছিলে বলতে পারবে কি?
আমি শুধু চেয়ে থাকি অবাক হয়ে, সাক্ষী হয়ে থাকি,
এই বদলে যাওয়া তমার পাশে।
কখনও নিজেকে মনে হয় অন্যরকম,
মনে হয় তোমার পছন্দের কোনো আসবাব যেনো,
সযতনে সাজিয়ে রাখা, মাঝে মাঝে ধুয়ে মুছে চকচকে,
একদম ফিটফাট, তাতে ভালবাসার ছোঁয়া নেই,
আছে প্রয়োজন, চাহিদা, আর বোধকরি কিছু মায়া।


স্বত্বঃসংরক্ষিত