দক্ষিণা হাওয়ায় ছড়িয়ে দিলাম,
বুকের কিছু দীর্ঘশ্বাস-
পাথরসম চেপে থাকা,
কষ্ট, ব্যাথা, অবিশ্বাস।


চাওয়া পাওয়ার হিসেব মতো,
অংক কষে আশাহত-
যোগ বিয়োগের ধাধায় মেলে,
শুভঙ্করের ফাকি যত।


জীবনের এই অল্প সময়,
ঘটলো কত প্রণয় প্রলয়-
মরীচিকার পেছন ছুটে,  
হয়নি ফেরা আপন আলয়।


দূর আকাশের অচিন দেশে,
কোথাও কি কেও আছে বসে-?
কষ্ট বাতাস ধরে ধরে,
করছে জমা মৃদু হেসে।


অসীম পানে চেয়ে থাকি,  
খেলা শেষের কত বাকী-
ধুকছি আমি শ্রান্ত হয়ে,  
শেষ বিদায়ের ছবি আঁকি।


স্বত্বঃসংরক্ষিত