দিনটি ছিলোনা আর সব দিনের মত
সূর্যটা কি ছিলো একটু বেশি উজ্জ্বল?
কুয়াশা মাখা ভোরে ছিলোনা বিষাদ
বাতাসে ছিলোনা বারুদের গন্ধ
পাখিরাও মুক্ত কলকিচিরে নির্ভয়
কোটি মানুষের মন তীব্র আনন্দে বিহ্বল
চারিদিকে হাসি আর আনন্দশ্রু মাখা মুখ
রাজপথে ছিলোনা পাষন্ডের প্রতিবন্ধকতা
ছিলো অজস্র সাধারনের উল্লসিত চিৎকার
ফসলের ক্ষেতে কৃষকেরাও উজ্জিবিত
মারণাস্ত্রের বদলে আবার হাতে কাস্তে
গলিতে সড়কে নেই খাকি পোষাকের দাপট
বদলে যাওয়া চিত্রপটে মলিন জামায় তেজদিপ্ত যুবক
বাড়ির ছাদে, আঙ্গিনায়, বারান্দায়, পথে পথে
নুতন মানচিত্রে লাল সবুজের উড়াউড়ি
দিনটি ছিলো একটি জাতির বিজয়ের ক্ষন
ষোলই ডিসেম্বর উনিশশো একাত্তর।