কি সান্ত্বনা দেবো তোমায়...?  
আমাদের দীর্ঘপ্রেম পরিণয়ে পরিনত-
না হওয়ায়, বড় বাচা বেচে গেছো,  
এতে কি সান্ত্বনা পাবে তুমি?


আমার ভবঘুরে বিত্তহীন আদর্শে,
মানিয়ে নিতে হয়নি তোমার,
এই ভেবে সান্ত্বনা পাবে তুমি?

কতদিন একাকী দুজন,
তোমার অবুঝ আত্মসমর্পণে,
কখোনো সাড়া দেইনি ভেবে,
আজ কি সান্ত্বনা পাও তুমি?


তোমাকে নিয়ে আমার লেখা,  
আদুরে কবিতাগুলো কখোনো-
ছাপা হয়নি বলে,
এখন কি সান্ত্বনা পাওনা তুমি?  


আমার অলস পরাজিত মস্তিস্ক,  
শয়তানের কারখানা না হয়ে,
শব্দাবলির খেলাঘর হয়েছে,
এতে সান্ত্বনা পেতে পারো তুমি।  


স্বত্বঃসংরক্ষিত