আমি শেষ বিকেলে হাটি একলা পথে,  
সাথি হয় ঐ নীল আকাশ।
উদাসি এ মন কান পেতে রয়,
বাধে কি সুর বিষণ্ণ বাতাস।


দেখি চারপাশ কোলাহল মুখর,  
খুজে ফিরি একটু নিরবতা।
গোধূলির লাল রং ধীরে হয় ম্লান,
ক্রমে জাগে আধারের প্রবনতা।  


ঊর্ধ্ব পানে চেয়ে থাকি শুধু,
দৃষ্টিতে অসীম শুন্যতা।
কিযে খুজে ফেরে ঝাপসা দুচোখ,
কিসে এতো ব্যাকুলতা।


মন চলে যায় হারানো অতিতে,
সুখ স্মৃতিগুলো উকি দেয়।
নিয়তি বুঝিবা ভুল ধরে ধরে,
এভাবেই শোধ নেয়।


পাওয়া না পাওয়ার অংক মিলিয়ে,
পাইনাতো ভাগশেষ।
হাসি নিয়ে মুখে বলে যেতে হয়,
ভালো আছি, আছি বেশ।