মদির হাওয়ায় আসছে ভেসে-  
বুনো ফুলের ঘ্রান,
দুচোখ বুজে গভীর শ্বাসে-
জুড়িয়ে ওঠে প্রান।
পরাগ ছুয়ে হাসছে যেনো-
সদ্য ফোটা কলি,
এসোনা আজ এই নুতন সাজে-
কষ্ট কিছু ভুলি।
পলাশ ফুটেছে, ফুটেছে শিমুল-
ছড়িয়ে পুষ্প রাশি,
রাধাচুড়া কৃষ্ণচূড়ার-
লাল টুক টুক হাসি।
ভোরের আভায় কেমন যেন-
নুতন আলোর ছটা,
প্রকৃতির ঐ চাদর জুড়ে-
লাল হলুদের ফোটা।
জীর্ণতারই খোলস ছেড়ে-
জাগছে চারিপাশ,
বসন্ত আমেজ ছড়িয়ে দিতে-
এসেছে ফাগুন মাস।