বুঝে গেছি এ জীবনে-
  চাইতে নেই বেশি কিছু,
    চাইতে গেলেই শর্ত দিয়ে-
      অস্থিরতা নেবে পিছু।
      বুঝে গেছি জীবন মানে-
    সাজানো এক খেলার ছক,
  হার জিতের স্বাদের ফেরে-
মিষ্টি তিতে ঝাল বা টক।
  জেনে গেছি জীবন তো নয়-  
    দুঃখ সুখে বেচে থাকা,
      লড়তে হবে অবিরত-
        ঘুরবে তবে ভাগ্য চাকা।
      জেনে গেছি জীবন সেতো-
    সুতোয় বাধা ঘুড়ি-লাটাই,
  আমরা মানব তুচ্ছ বড়-
ভঙ্গুরতায় জীবন সাজাই।


স্বত্বঃসংরক্ষিত