হঠাৎ যদি ঘুম ভেঙ্গে দেখি-
ফিরে গেছি শৈশবে,
বদলে নিতাম চলার এ পথ -
যা আছে অনুভবে ।
ভুলগুলো সব শুধরে নিতাম-  
না হয়ে বাউন্ডুলে,
মায়ের সোনাবাবু হতাম-  
দুষ্টুমি সব ফেলে ।  
বাবার কথার বাধ্য হয়ে -
পড়ায় দিতাম মন,
সফল মানুষ হতেই হবে-
করে নিতাম পণ ।
ঘড়ির কাটা উল্টো যদি-
ঘুরিয়ে দেয়া যেতো,
কে বা জানে জীবন বুঝি-
অন্যরকম হোতো ।