রাতের আকাশ কেমন যেন-  
ধুসর মেঘে ছাওয়া,
মৃদু শীতল পরশ নিয়ে-  
বইছে ভিজে হাওয়া।
এরই মাঝে অবাক হয়ে দেখি-
পুব আকাশে একটি তারা,  
জ্বলছে ঝিকিমিকি।
কেমন করে হয়...!  
মেঘের ছায়ায় একটি তারা-
কেমনে ফুটে রয় ?
বিস্মিত মন দৃষ্টিতে তাই,  
পলক পড়েনা,
অবুঝ হলে ভেবে নিতাম,  
ঐ তারাটা মা।
ইচ্ছে করে ঐ তারাকে-  
মা-মা বলে ডাকি,  
মা যে আমায় একলা রেখে  
দিয়ে গেছে ফাকি।


স্বত্বঃসংরক্ষিত