এই গ্লানি আমাদের,
করিস না কখোনো ক্ষমা-
এই পাপ এই লাজ,
দায় হয়ে থাক জমা।
কতটা পচন ধরেছে সমাজে,
কতটা নষ্ট মন-
হেলা করে সব এড়িয়ে চলে,
বিবেকের দংশন।
ভালোই হয়েছে গিয়েছিস ছেড়ে,
নশ্বর পৃথিবী-
জননীর হাত শ্বাপদ হয়েছে,
কোথায় আর ছায়া পাবি।
মুল্যবোধ আর মানবতা নিয়ে,
করে যাই অহংকার-
চেয়ে দেখে যাই এগিয়ে না যাই,
পুড়ে হোক অঙ্গার।
দুদিন পরেই ভুলে যাবো সব,
ঘটেনি যেনো কিছু-
নষ্ট মানুষ দুষিত হৃদয়,  
কুষ্ঠ ধরেছে পিছু।


স্বত্বঃসংরক্ষিত