এক জীবনে কত চাওয়া-
কত ছলা কলা,
কমছে সময় দুর্বিনীত-
যাচ্ছি করে খেলা।


কালের নদীর স্রোতের ধারা-  
বইছে অবিরত,
রইবেনা কেউ অপেক্ষাতে-
ভালোবাসুক যত।


ছড়িয়ে আছে ভুবন জুড়ে-
কত রকম মায়া,  
ডাক এলেই ছাড়তে হবে-  
খুব নিজের এই ছায়া।


তবু যে হায় স্বপ্ন বুনি-
অলিক কল্পনাতে,
বেলা শেষে ফিরতে হবে-
নিঃস্ব শূন্য হাতে।