হঠাৎ যদি কোনো অবসরে-  
মনে পরে আমাকে,
মুছে ফেলো ঐ ভিজে ওঠা চোখ-
অশ্রুর ফোটাকে।
আমিতো আছি মৃদু বাতাসে-  
তোমার চারপাশে,  
কিংবা কোনো বর্ষার মেঘ-  
হয়ে ঐ দূর আকাশে।
আমি মিশে আছি তোমার লেখা-  
প্রতিটি কবিতায়,  
ভোরের আলোয়, সন্ধ্যা তারায়-
চাদের জোছনায়।
নিশ্বাসে যদি অনুভবে পাও-  
অচেনা ফুলের ঘ্রান,
ভেবে নিও তবে আছি কাছাকাছি-  
ভুলে সব অভিমান।
বিকেলের রোদে প্রজাপতি হয়ে আসি-  
তোমায় দেখার আশায়,  
রয়ে যাবো আমি চাও যতদিন-  
স্মৃতির মণিকোঠায়।  


স্বত্বঃসংরক্ষিত