দূর আকাশে ভাসছে দেখো-  
ধুসর মেঘের ভেলা,
কাশ বাগানে ঘাস ফুলেতে,
প্রজাপতির খেলা।    
সূর্য যখন অস্তাচলে-  
ছড়ায় লালচে আভা,  
রক্তিমতায় দিগন্ত জুড়ে,  
অপরুপ এক শোভা।  
সন্ধ্যা তারা দিচ্ছে উকি-  
একটু একটু করে,
বিহঙ্গেরা দল বেধে সব,  
ফিরছে নিজের নীড়ে।  
আমার শুধু নেই যে তাড়া-
একলা ঘরে ফেরার,  
হারিয়ে গেছে সুখ পাখিটা,
শুন্য খাচায় আধার।


স্বত্বঃসংরক্ষিত