✍ যতক্ষণ;
এ দেহে র'বে প্রাণ
চেষ্টা অফুরান
একটাই গান,
             ধরণী করিব জয়।
✍ শ্বাস ;
প্রশ্বাসে একই ধ্বনি
জয় করিব ধরণী
লাভ করিতে মণি
           চেষ্টা করিব নিশ্চয়।
✍ ততক্ষণ ;
মিটিবে না তেষ্টা
চলিবো এ চেষ্টা
যাহা বলুক দ্বেষ্টা
          ছাড়িব না কভু হাল।
✍ আশ;
বুকে বাঁধি' ঝলা
এড়ায়ে সব সলা
চলিবে এ চলা
           চেষ্টা থাকিবে বহাল।



ঝলা = প্রখর দীপ্তি, সূর্যের কিরণ;
দ্বেষ্টা = বিদ্বেষী, হিংসক;
সলা = ষড়যন্ত্র, গোপন পরামর্শ;