বিন্দু
বারি'র গোপন কথা,
ভীষণ বিরহ গাঁথা,
বোঝে না তার ব্যথা,
                   পাশের বিশাল নদী।
বারি
আছে তার ভারি,
এ দর্প  ছড়াছড়ি,
ভীষণ বাড়াবাড়ি,
                গরজে চলে অহংবদী।


সিন্ধু
তার বিশাল দেহে,
বিন্দু ধরিছে অনুগ্রহে,
কত পরম স্নেহে,
                সিন্ধু বারি 'বিন্দু' বিনে?
গড়ে
উঠেছে যা কিছু,
বিশাল দেহ তছু,
বিন্দুই তার পিছু,
                 বুঝলো না তায় হীনে।


তাই
বলি ওরে ভাই,
তুচ্ছ কিছু নাই,
সর্ব প্রাণ সদাই,
                নিজ কার্যে হয় মহান।
করোনা
এমন হীন কাজ,
হলেও অধিরাজ,
বিন্দু'র সে সাজ,
               অবজ্ঞা করোনা সম্মান।


তুচ্ছ
ভাবি সদা যারে,
সে-ই সৃষ্টি গড়ে,
শিকড় হতে শিখরে,
                ভূতল বেয়ে শৈল চূড়ায়।
তারে
জপি সাদা মনে,
বিবেকের সমনে,
মান কেবল গুণে,
               বিন্দু বারি সলিল গড়ায়।


( বিন্দু বারি সিন্ধু গড়ে, তাই করোনা তুচ্ছ তারে....)