আষাঢ় দিনে __সঘন গগনে বর্ষা রিমঝিম,
খালবিল থৈ থৈ ___বাদলা হাওয়ায় হিম।
পল্লীর সবকিছু ডুবুডুবু__ ঠিক যেন দ্বীপ
চারদিকে দেখি জল ___ছিপ আর ছিপ।
ঝরে রিমঝিম বৃষ্টি ____বেলা- অবেলায়,
গল্পের আসর জমে___ ঘরের বারান্দায়।
টিনের চালে বর্ষা ঝরে__ ঝরঝর নাচে মন
চাষীর মুখে ফোটাতে হাসি এসেছে এক্ষণ।
বিলের মাঝে ব্যাঙের দলেরা ডাকে দিনভর,
উঁচুআলি দখল করে বক শালিকের আসর।
শাপলা শালুক কলমি দোলে বিলের হাঁটু জলে
গ্রামখানি ডুবে গেল বুঝি নতুন পানির তলে।
শাপলা পাতার ফাঁকে ফাঁকে পানকৌড়ির দল
মন মাতিয়ে করে খেলা___পেয়ে নতুন জল।
বনে ফোটে কদম, কেয়া, জুঁই মালতি ফুল,
সবুজ মাঠে ফসলের গান করে বুলবুল।
প্রকৃতি সাজে নবরূপে আনন্দে হাসে প্রাণ,
কৃষকের মুখে ফসলের হাসি আর গান।
বর্ষায় গ্রামখানি দেখিতে রঙিন স্বপ্নের মত,
তোমার এরূপে মুগ্ধ মা আমি মুগ্ধ অবিরত।


# আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তাই আসরে আসতে পারিনি, পড়তে পারিনি আপনাদের কবিতাগুলো 😢। তবে এতদিন সবাইকে খুব মিস করেছি। আপনাদের দোয়ায় এখন সুস্থ আছি। সবাই সুস্থ থাকুন,
সবার সুস্বাস্থ্য কামনা করছি।