এখন সবই যায় হারিয়ে , যেদিক বাড়াই আমার দু'হাত,
হাতে রঙিন গোলাপ ছিল, পেলাম শুধুই কাঁটার আঘাত।
হায়রে গোলাপ হারিয়ে গেল, হৃদয় ছিঁড়ে অশ্রু এলো,
অশ্রু মেখে গোলাপ খুঁজি , কোন পথে সে ঝরে গেল?
খুঁজে ফিরি আঁধার রাতে, পথ হারিয়ে পথের বাঁকে,
সুখ পাখিটা নেই সেখানে, শুনি কেবলই হুতুম ডাকে।
হেথায় কাঁদি জল লুকিয়ে, কোথায় গেল চাঁদনী রাত?
খুঁজে ফিরি জোছনা রাতে, প্রিয় তোমার সে' রাঙা হাত।
পাইনা কোথাও সুখের ছোঁয়া, ছড়িয়ে আছে অগ্নিতাপ ,
সময়ই বুঝি পাল্টে গেছে, পাল্টে গেছে সব আলাপ।
ভোরগুলো সব শিশির বিহীন , নেই যে ঘাসের প্রাণ,
পুষ্প মালা শুকিয়ে গেছে, আধো আধো যে তার ঘ্রাণ।
তখন ভোরে ঘুম ভাঙ্গাতো, পাখির কূজন - কলরব ,
এখন কেউ আর ঘুম ভাঙায় না, সবই নিথর- নিরব।
তোমার স্মারক দেখে দেখে, কেঁদে ওঠে মোর স্মৃতি,
এ নিরব শহরে লেগে আছে তোমার শত- সহস্র কৃতি।
তাইতো তোমায় খুঁজে বেড়াই, কভু পেতাম যদি খোঁজ!
দিশেহারা হৃদয় আমার, তোমায় খুঁজে বেড়ায় রোজ।