গোবিতে শোভিত সুখ নেই এক চুল
সুদূর প্রান্তর হেরি বিশাল মরুর
মরুর বুকেতে হেথা ফুটিবে কি ফুল?
বারি বিনা বাঁচিবে কি জীবন তরুর?
চারিদিকে ধু-ধু তার নেই বৃক্ষ ছায়া
রবির প্রখর তাপে তপ্ত বালুকণা
পুড়ে যায় প্রাণী কুল জীর্ণ শীর্ণ কায়া
সমগ্রে ছড়ানো তবু বিছে, নাগফণা।


সবুজ শ্যামল রূপে ভরা ছিল যবে
প্রাণবন্ত ছিল সব গুলবাগিচার
অবহেলা অযতনে মরুরূপে তবে
ধীরে ধীরে রূপান্তর হইলো যে তার।
অবজ্ঞা পাইলে পরে ভূ'তে সব কিছু
বিপরীত রূপে তবে পুন র'বে পিছু।