নয় সে দৃষ্টির অগোচর
দেখিতে কতই না সুন্দর,
সবুজ শ্যামল তার রূপ।
ভোরের রোঁদে ঝলমল
শিশিরে করে টলমল,
দিয়েছে যেন তাতে ডুব।
আহ্ সে কত সুখী !
আমি কেন এত দুঃখী,
শুধাই একা নিজে।
কেন সে এত খুশি ?
সদাই তার মুখে হাসি,
পাইনা কারন খুঁজে ।
দূরে থেকে যায়না বোঝা
ব্যাপার তো নয় সোজা,
কি আছে গভীরে?
খুব কাছে গিয়ে দেখি
সেও কেঁদে ভেজায় আঁখি,
ভাসে ব্যাথার সাগরে।
সবুজ পাতায় লুকিয়ে
আছে যেন তাকিয়ে,
টুকটুকে রক্তের ফোটা।
নিঃশব্দে করে ক্রন্দন
দেখিয়া তার বেদন,
আছে যত সৃষ্টি গোটা।
এমন ও মানুষ আছে
দুঃখ লুকিয়ে হাসে,
সদা ধরনীর পরে।
আমি তার সঙ্গী হতে চাই
কখনো যদি তারে পাই ,
শ্রদ্ধা জানাই তারে।