ভেঙ্গে ফেল নিদ্রা-মোহ,
কেন তুই নিরুৎসাহ?
জিগার-দাহ, জ্বলছে জিগার,
                          পিঞ্জর সবি।
কত আর থাকবি বসে,
অজ্ঞান নিদ্রারসে
যাচ্ছে ভেসে, মানবতা, ন্যায়,
                        সত্যের দাবী।
পিচাশের ঘাটে-ঘাটে,
নেমে যা যুদ্ধ মাঠে ,
দাপট চোটে, কাপুক রবি,
                       দুলুক, তারা।
কোথায় ও তরুণ তোরা,
ঠেকা রে সর্বহারা
নাড়ছে করা, খাচ্ছে লুটে
              এ দেশটারে লম্পটেরা।
গগনের ক্ষিপ্ত রবি,
পবনে উড়ছে সবি,
ভাসছে সবি, বইছে তুফান,
                        উঠছে ধ্বনি।
সত্যের গড়্ হিমালয়,
ঘটা রে মহপ্রলয়,
হিংস্র থাবায়, ভাঙ্ রে প্রাচীর
                  দুর্দিনেরই অবসানী।
গর্জে ওঠ্ তরুণ দামাল,
জ্বালা রে অগ্নি মশাল,
রক্তে যে লাল, মুক্ত মাটির
                         শান্ত জাতি,
কু-শাসক চূর্ন হবি,
হইবে মুক্ত সবি,
উঠবে রবি, ভেদিয়া সকল
                      জাতি-জ্ঞাতি।