সুন্দর হে সুন্দর, তুমি অনিন্দ্য সুন্দরী!
যেন ঘন কালো কেশে এক মায়াবী পরী।
এমন রূপ দেখিনি কভু তাইতো বারেবার
নিঃশব্দে তাকিয়ে হেরি মুখখানি তোমার।
তোমার রূপে মত্ত হয়ে হারাই নিজে-নিজে,
দিবানিশি মোর কাটেনা ঘোর ভাবনা কিযে।
ভাবিনু ফুলের রানী তুমি গোলাপ বাগিচার,
মুদিলে আঁখি দর্পণে হেরি ওই রূপ বারবার।
স্বপ্নপুরীর বালা বুঝি গো তুমি কত মনোহর,
জোছনার আলো কিগো তুমি নাকি সুধাকর।
লুকায়ে তোমারে হেরি মোর হৃদে জাগে সুখ,
তোমারে হেরিয়া প্রিয় মিটাই নয়নের ভুখ।
ধরনীর বুকে ফুটেছে যেন স্বর্গের এক ফুল,
তাইতো ভোমর হয়ে আমি তোমাতে ব্যাকুল।
মানবী কিনা পরী তুমি ভাবনা মোর শংসয়ে
নাকি স্বর্গের অপ্সরী তুমি এসেছ স্বপ্ন হয়ে।