আমি এই দেশের রাজা ভাই
            ভিখারি কেন ডাকো?
ভিখারি সে-ই দেশ নাই যা'র,
             আমি ভিখারি নাকো।
ধন নেই বটে স্বাধীনতা আছে
                রক্তে কিনেছি যারে
রক্ত কেনা ভূখণ্ডে কেউ কভু
                 ভিখারি হতে পারে?
তোমার যেমন অধিকার আছে
                 আমারও আছে ভাই
আমিও খাদ্য বস্ত্র নিরাময়, সেবা
                    আবাস, শিক্ষা চাই।
দেশ প্রেমিকরা সব মরে গেছে
                   পতিরা আছে যারা
ওরা স্বার্থন্বেষী ক্ষমতার লোভী
           ওরা স্বয়ং স্তুতিতে সারা।
তাই তো নামেই কেবল অধিকার
           পায়ে বঞ্চিত শেকল বাঁধা,
ওরে পিশাচের দল ভিক্ষা চাইনা
         অধিকার চাই হারামজাদা।