মানুষ কবে গ্রহণ করবে জলের ধর্ম
রঙহীন নিষ্কলুষ শিশিরের মতো স্বচ্ছ
বর্ণ,গন্ধ,স্বাদহীন সার্বজনীন দ্রাবক
তেলের পাশে শান্তিতে করবে সহবস্থান ।
মানুষ কবে গ্রহণ করবে তেমন ধর্ম
বিভেদ জলাঞ্জলি দিয়ে জলের ন্যায় ধর্ম
মানুষ সেদিনই পাবে অমৃতের সন্ধান
জলের মতো পাবে অমরত্ব অনন্তকাল।


মানুষ কখন বৃক্ষের মতো উদার হবে
প্রাণ না নিয়ে প্রাণ বাঁচাবে নিঃশ্বাসে বিশ্বাসে।
নিঃস্বার্থ ভাবে ফুল,ফল দানে ভরিয়ে দেবে
সবুজ বেনারসিতে ঢেকে রাখবে মৃত্তিকা
বাঁধা,বিঘ্ন এড়িয়ে মহীরুহ হয়ে উঠবে
অপরের কোনো ক্ষতি না করে মেদিনী ফুঁড়ে।
মৃত্যুর পরও দান করে যাবে তার দেহ
ভবিষতের জ্বালানীর চাহিদা মেটাতে।


মানুষ কখন হবে সূর্যের আলোর মতো
দ্বার বন্ধ গৃহেও পৌঁছে দেবে আলোর  ঝর্ণা
পোকা-মাকড় জাল বুনতে ভয় পাবে ঘরে
বাদুড়,কাল পেঁচা,ভুত পেত্নী নেবে বিদায়
বাদশা ও ফকিরের ভেদাভেদ করবেনা
অকৃত্তিম আলোর বন্যায় ভরে দেবে সব
এক শক্তি বাহিত হবে স্নায়ুর চেতনায়
রাজা-প্রজার শরীর,আত্মা আর হৃৎপিন্ডে।


জয় হে,হে মানবতা, বিশ্বশান্তি, সৌভ্রাতৃত্ব।