নাড়ির টান কি আজ নেই তোদের ঘটে?
সবই কি গেছে মুছে ঠাঁই পেয়েছে পটে!


দেখ ত্রিদেশের পতাকায় সবুজের উঁকি
একান্নবর্তীর টান দিতে পেরেছিস ফাঁকি!


অখন্ড দেশমাতা আজও মুখ লুকিয়ে কাঁদে
বনেদি বেনারসির আঁচলে অশ্রু ঝরে পড়ে!


বুকের সবুজ ওড়না দেখ দোদুল দোলে
সম্ভ্রমের পতাকা হয়ে উন্নত শীরে ওড়ে ।


কাঁটাতারের ফাঁদে সুখ পেয়েছিস কফোঁটা
অঙ্গনের সীমানাটা মিছে হয়ে গেল 'ছোটা'।


খন্ডিত স্বাধীনতা চায়নি আপামর ভারতবাসী
রাজার সমঝোতায় প্রজার স্বপ্নের হল ফাঁসি!