তোমাকে খোঁজে এই মন গহীন আঁধার বনে
তোমাকে অনুভব করি অবিশ্রান্ত বৃষ্টি ধারায়।
তোমার শরীরের গন্ধ পাই বুনো মহুয়ার ফলে
হন্যে হয়ে খুঁজি শাল-পিয়ালের ফাঁকে ফাঁকে
ঝিঝি,ভেকের কোরাসের সুরে ভেসে এসো
আকাশের উল্কা খসা হয়ে তুমি ঝরে পরো
বিলীন হয় তোমার নীল অশ্রু মধ্য গগনে!
জল ছবি হয়ে তুমি ডাকো সমুদ্রের ঢেউয়ে।
যখনি ধরতে যায় তোমার শীতল পেলব হাত
গাঙ চিলের বিষ্ঠা টুপ করে পরে ঢেউয়ের বুকে
কম্পিত তরঙ্গের অতল গভীরে যাও মিলিয়ে।
দেখা দাও তুমি হৃদয়ের আয়নায় মুচকি হেসে
তুমি পাথর বুকে প্রেমের ঝর্ণাধারা দিলে বয়ে
দৃষ্টি আমার করলে প্রিয়া পাথর চোখের মতো।