চল লেখা তোর গতরে অন্ত্যমিল দিলাম ঠুঁকে
তুই কি কবিতা হয়ে গেঁথে যাবি পাঠকের বুকে!


হৃদয় না থাকলেও অন্ত্যমিলের ষোড়ষী দেহ
বিভঙ্গরেখার ঝলকানিতে চমকিত হবেকি কেহ!


ছন্দ ও অন্ত্যমিল আলাদা ভিতর-বাহিরের মতো
গদ্য কাব্যেও পাবে খুঁজে অনন্য ছন্দ তুমি যতো


গদ্য কাব্যে রূপকের সৌন্দর্যে বাঁধনহরা মন
পদ্য কাব্যে বাঁধতে গিয়ে সুর-ভাব হয় যে ক্ষীণ।


চাও যদি বগল দেবে রেডিও ধরে থাকতে বসে
যাও তুমি শ্বশুর বাড়ি লাল ঘোড়ায় লাগাম কষে


আমি ভাই বুলেট ট্রেন ধরবো কাল গভীর রাতে
হাজার মাইল পেরিয়ে গিয়ে পৌঁছে যাবো প্রাতে
----------------------------------------------
*কবিতাটি প্রিয় কবি প্রনব মজুমদার এর "মুক্তি" কবিতার কমান্ট বক্সে লেখা।কবিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।