যুগ যুগ ধরে বয়ে চলেছি
শিরা ও ধমনীর পথ বেয়ে
কত পথ পাড়ি দিয়ে এলাম
বানর থেকে আধুনিক মানুষে।
কত পরিবর্তন-বিবর্তন হল
মানুষ এবং সমাজের অন্দর মহলে।
ধর্মের সংষ্কার হল,বর্ণের হল
পরিবর্তন;কালো থেকে সাদা;
আমি অনন্তকাল হতে লাল
সেই লাল হয়েই থেকে গেলাম।
আমার জন্মও নাই,নাই মৃত্যু;
আমি অবিনশ্বর নই ঈশ্বর
মানুষ মূর্তি পুজা ছেড়ে
একেশ্বরবাদ গ্রহণ করল,
সনাতন থেকে পৌঁছল ইসলামে।
কত জাতী সৃষ্টি হল,হল সংমিশ্রণ
লিঙ্গ বৈষম্যে ভেদাভেদ,খুনোখুনি।
আমি গড়িয়ে চললাম কুরুক্ষেত্র থেকে
কারবালায়।পরিবর্তন হল সমাজ,
পরিবর্তন হল শাসকের।
মানুষ গিরগিটির মতো ক্ষণে ক্ষণে
পরিবর্তন করতে পারে রঙের।
প্রাণ নিতে পারে স্বার্থের বলে;
আমি চিরকাল থেকে গেলাম লাল
প্রাণ দেওয়ার জন্য রইলাম প্রস্তুত।
আমি নিরাকার অপরিবর্তনীয়,আদিম স্রোত
বয়ে চলবো অনন্তকাল,কেয়ামত
পার করে জান্নাত-জাহান্নামেও।
সেদিনও থাকবে না কোনো ভেদাভেদ
তুমি জান্নাতবাসী না জাহান্নামবাসী!
এমন নির্বোধ প্রশ্ন করবো না আমি
তোমার সাথে ছিলাম,আছি আর থাকবো।