ভণ্ডেরও আজ,সঙ্গ জোটে
রঙ্গের দেশে;
আইন কানুন,মুখ ঢাকে
ধোঁয়ার সাথে।


ধর্ষক, খুনি,মহান হয়
ভক্তির টানে;
বহুরূপী সাধু,খেল-খেলে
ভক্তের সনে।


ভক্তরা ছড়িয়ে যায় ভক্তি-
ধ্বংসের বাণে;
পুলিশ শুধু দাঁড়িয়ে দেখে
গ্রাউন্ড পানে।


ভক্তের তান্ডবে লন্ডভন্ড
শহর ধূ-ধূ;
নিরীহ মানুষ,বলি হয়
হিংসায় শুধু।


পুড়ছে গাড়ি,পুড়ছে বাড়ি
পুড়ছে ট্রেন;
পেট্রল বোমা,মজুত করে
খাটিয়ে ব্রেন।


রাজার লাভ,আছে কোথাও!
মদত পাই;
ভোটের দায়,বহুত বড়ো
বিলম্ব তাই।


জীবন হাতে,পুলিশ পিছে
ভক্তরা তাড়ে;
কাতারে ছোটে,উদ্বেগ বুকে
লুকায় আড়ে।


হাতে বন্দুক,উপায় নেই
নির্দেশ কই;
সম্পতি নষ্ট,কিসের কষ্ট
নাইকো ভয়।


শেষ বেলায়,এলো নির্দেশ
চালাও গুলি;
দুর্বৃত্ত ভাগে,শ্মশান করে
জনতা ফুঁড়ি।


দেশের সম্পদ,নষ্ট হোক
উপায় খোলা;
ট্যাক্সের বোতামে,দিলে চাপ
বুঝবে ঠ্যালা।


* ১০-৫-১০-৫