জানয়ারের থাবায় রক্তাক্ত আজ পৃথিবী,
চলছে নৃশংস খেলা,
চারদিক ছেয়ে আছে নিরীহর লাশে,
এ যেন এক রক্তাক্ত পৃথিবী।
কি দোষ তার সে কি মানুষ নয়?
নেই কি তার বেঁচে থাকার অধিকার?
এই সুন্দর ভুবন এ?
আছে সব ই কিন্তু সে যে দুর্বল
হিংস্র দানব কে রুখে দেবার ক্ষমতা নেই যে তার,
সে যে অসহায়,দানব কে রক্তাক্ত করার ক্ষমতা নেই যে তার।
হে মনুস্য জাতি জেগে উঠো, জেগে উঠো আপঞ্জন রক্ষার তাগিদে,
জানোয়ার চালাবে বিশ্ব, রক্তাক্ত হবে আমার ভাইয়ের দেহ,
নির্যাতিত হবে মা বোনেরা, রক্তাক্ত হবে রাজপথ,
চোখের অশ্রু ফেলা ছাড়া কিছু ই করতে পারবো না আমরা
জেগে উঠার এখন ই সময়, জেগে উঠো বীরেরা, জেগে উঠো ।
কোথায় গেল, কালাপাহার, কথায় গেল তিতুমির আর গজনি মাহমুদেরা,
ভেঙ্গে ফেল তোমরা জানোয়ারদের আস্তানা, গুরিয়ে দাও তাদের সাম্রাজ্য,
গড়ে তোল শান্তির সাম্রাজ্য।