তারার সাথে তারার হিসাব কষি
সব তারারাই নয়তো সমান কাছে
লক্ষ্য করি নাগাল ছুঁয়ে মনে
স্বপ্ন গাঁথি হয়তো কোথাও আছে ,
গ্ৰহ থেকে আরো গ্ৰহান্তরে
পক্ষকালের বেষ্টনীতে ভ্রমি
কালের কাছে পাওনা আছে জমে
হিসাব মেলাই কালবেলাতেই থামি,
বৃষ্টি আসে বৃষ্টি ভেঙে পড়ে
কার্নিশ ছোঁয় তপ্ত শীতলতা
মাটির সোঁদা গন্ধে বাতাস ভেজা
মাটির বুকে তরল আকুলতা,
সব বৃষ্টি পায়কি ছুঁতে মাটি !
অনেক ফোঁটা জলের জলে মেশে
সেই বৃষ্টিই পূণ্য লোভাতুর
আলিঙ্গনেই মাটির বুকে আসে।
শ্রাবণ আসে শ্রাবণ চলে যায়
দাগ রয়ে যায় জোয়ার উঠেছিল
ভাটার টানে শিথিল হয়ে নদী
ফিরতে আসে ঐ যেখানে ছিল।
নদীর কথার আকুল বিকুল মাঝে
অপেক্ষাধীর দুই পাড়ে দুই কূল
সেদিন যখন জোয়ার উঠেছিল
আঙ্গুল ছোঁয়ায় শুষ্ক তরুমূল,
প্রাণের শিরায় নতুন স্রোতের ধারা
বাঁচতে শেখায় জাগায় অভিলাষ
আসুক জোয়ার দুই পাড়ে যৌবন
অটুট বুকে শ্রাবণ বারোমাস ।