তোমার নামে সদন আছে
আছে মেট্রো ইশ্টিশন
তোমার নামে নগর আছে
থাকে সেথায় মানুষ জন,


তোমার নামে রাস্তা আছে
হাজার মানুষ পথ চলে
তোমার নামে পুকুর আছে
সরোবর না কি বলে,


তোমার নামে ইস্কুল আছে
আছে কলেজ খেলার মাঠ
তোমার নামে ইউনিভার্সিটি
হয় সেখানে পঠন পাঠ,


তোমার নামে গান ও আছে
কতোজনেই গায় সে গান
কতো মোড়েই তোমায় দেখি
গোঁফ দাড়িতে মূর্তিমান,


তোমার নাম তো সবাই বলে
জানে তোমায় তুমি কে ?
কবে তোমার জন্ম হলো
কবে কোথায় মরলে যে ?


তোমার মাথার কাকবিষ্ঠা
আজকে হবে পরিস্কার
কালকে আবার পরম সুখে
ছাড়বে সে কাক বিষ্ঠা তার,


আজকে সবাই চোখ কচলে
ঝাড়বে কতো বক্তিবাণ
কালকে সবাই ভুলে যাবে
কে রবি কি রবির দান,


তোমার জন্ম মৃত্যু দিনের
থেকেও প্রিয় ভ‍্যালেন্টিন
সকাল থেকে চোখ পাতা দায়
কোলাকুলি লজ্জাহীন,


দুদিন পরে তোমার নামে
আসবে বিয়ার হুইস্কি
রবি বিড়ি, গুঠকা রবি
বেশী দিন আর নেই বাকি,


সেদিন সবাই চিনবে তোমায়
দাড়িবুড়ো সুপার ব্র‍্যান্ড
সেদিন তোমায় করবো প্রণাম
আজকে করি শেক আর হ‍্যান্ড।